ছোট্ট একটা জীবন
বাঁচবো বল ক দিন
বইতে চাই না তাই
কোন বোঝার ঋণ।
দেবো না দেবো না
করতে হেলা ফেলা
খামখেয়ালী ভরে কেউ
করে যাবে খেলা।


ছোট্ট হলেও জীবন আমার
অনেকখানি দামী
দিবা নিশি ধ্যানে জ্ঞানে
সেটাই আমি মানি।


জীবনটাকে করবো
আমি পূর্ণ অর্থবহ
সত্য, সুন্দর, কল্যাণ
আর আনন্দ সহ।।