দৃপ্ত পায়ে চলেছো হেটে
গায়ে লাল টি শার্ট
রংটা বড়ই চোখে লাগে
ভাবনার চাকায় লাগিয়ে হাওয়া
পাইনা আমি ভেবে
লাল টিপ না লাল টি শার্ট
কোনটা ছিল আগে?
আমার কপালের গোল টিপ
যার টুকটুকে রং লাল
সে কি নিয়েছে ধার
তোমার টি শার্ট হতে?
ছোট্ট বৃত্তে বন্দী থেকে
পড়েছিল ক্লান্ত হয়ে
লাল টি শার্টে মিলেছে
আজ মুক্তির বাসনা নিয়ে,
পূব আকাশে উদিত সূর্য
দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ
সেটা কি আমার কপালের টিপ
নাকি তোমার লাল টি শার্ট?
সবুজ শাড়ীর আচঁলের মাঝে
তোমার টি শার্ট হতে
একটু লাল নেবোই নেবো
হাত দুখানি পেতে
তারপর ছুটে যাবো
মাতাল হাওয়ার দোলে
আছড়ে পড়ে এলিয়ে যাবো
বাংলা মায়ের কোলে।


০৮/১১/২০১৬