কবিতার আসরে আছেন
যত রথী, মহারথী,
সবার প্রতি আমার
বিনীত সালাম,
লেখা নয়, শেখার জন্য
তোমাদের মাঝে এলাম৷
ছন্দ আর শব্দের বিন্যাসে
মুগ্ধ হয়ে ভেসেছি শুধুই
খোলা নীল আকাশে৷
একদিন সাধ জাগে
যদি কেউ আমায় ডেকে
বলতো একটু লিখতে!
অগ্রগামী দিলেন ডাক
আর দূরে নয়, কাছে থাক,
আনন্দাশ্রুতে যাই ভেসে
এই আসরে লিখবো আমি
অনেক ভালবেসে৷
এসেছি তোমার ডাকে
হে অগ্রগামী
ছায়া দিয়ে, মায়া দিয়ে
রেখো আমায় ঘিরে,
চাই না যেতে শূন্য হাতে
হেথা হতে ফিরে৷


বিঃ দ্রঃ কবিতার আসরে আজ আমার এক মাস পূর্ণ হলো। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা নিভৃতচারী সেই অগ্রগামীকে যার অনুপ্রেরণা আর উৎসাহে আজ আমি এই আসরে।