মাগো কি বলবো আমি তোমায়?
দুঃখ, ক্ষোভ শব্দগুলো অভিধানে
আজ বড় বেমানান,
চেয়ে আছি অসহায়ের মতো শুন্য দৃষ্টিতে
তবু মনের মাঝে ইচ্ছে জাগে,
মানুষ নামের মানব পশুটাকে
ম্যাজিক করে যদি দিতে পারতো কেউ আটকে।
মাগো কি বলবো আমি তোমায়?
ভয় পেও না আছি তোমার সাথে?
সাথে থেকে পেরেছি কি পথের সাথী হতে?
মাগো কি বলবো আমি তোমায়?
পথের সাথী হয়েছি, পারতাম যদি বলতে
পরীক্ষার হল ছেড়ে, হাসপাতালের বেডে শুয়ে
নয়নের জল কি ফেলতে?


***আশামনি ক্ষমা করো আমায়, ইচ্ছে ছিল দাড়াবো তোমার পাশে, জানি না এখন কেমন আছো? শরীরের আঘাত আর মনের আবর্জনা ঝেড়ে উঠতে পেরেছো কিনা জানি না। মাগো আশীর্বাদ ছাড়া কিইবা দেয়ার আছে আমাদের মতো মানসিক পংগুদের পক্ষে। মাগো তুমি আছো আমাদের প্রার্থনায় আর শুভ কামনায়।