মন আজ উড়ে যেতে চায়
সুদূর ঐ নীল আকাশে,
কোন বাঁধাই সে মানে না
ছাড়িয়ে যেতে চায় সীমানা।
আমি তারে বাঁধি বল
কোথায় সে ঠিকানা?
নুপুরের রুণুঝুণু
সুর তালের ছন্দে,
মেতেছে মন বেনু আজ
মহুয়া ফুলের গন্ধে!
ছুঁয়েতো দাওনি আমায়
মৃদুমন্দ বাতাসে
কেন তবে বাঁধা পড়ি
বিনি সুতোর পরশে?
সাগরের তীরে বসে
ছুঁয়ে নীল আকাশ
অনুভবে ভেসে যাই,
হয় না যে প্রকাশ।
কানে কানে সাগর বলে
আয়রে কাছে আয়
ফিরে কি হবে না দেখা
কভু আর তোমায়?