বৃত্ত ভাঙ্গার পুরোনো খেলা
সময়ের চাকায় ঘোরে,
ইতিহাস বলে দু চার জন না
অধিকাংশই হারে।
জিলাপীর প্যাঁচ আচ্ছামতো
তারপরো তা থাকে না,
ভৈরব নদীর উত্তাল স্রোত
অস্থিমজ্জা ঢাকে না।
পাথরের চাঁই কিংবা সিমেন্ট
কেউ বাঁচাতে পারে নি,
স্বর্ণকমলের চার দেয়ালের
প্রেতাত্মা মরেও মরে নি।