কেউ একজন কেঁদে ওঠে
পাঁজর ভাঙা ব্যথায়,
হারিয়ে গিয়েছে তার সব,
নেই কিছু অবশিষ্ট।
আমার কিছুই হারায় নি।
গাণিতিক হিসেবে সবই আছে,
অথচ কিছুই নেই আর
আমার কাছে।
আমি নিঃস্ব।
জীবন বড়ই বিচিত্র।
কেউ হারিয়ে কাঁদে, কাউকে না হারিয়েও
কাঁদতে হয় অগণিত ঘুমহীন রাত।
ঘুমন্ত ব্যথাগুলো তীব্র স্বরে
চিৎকার করে বলতে চায়
সমাধান কোথায়?  সমাধান কোথায়?
আকাশ বাতাস বিদীর্ণ করেও
খুঁজে পায় না তার উত্তর।
অতঃপর শ্রান্ত ক্লান্ত হয়ে
প্রকৃতির কোলে নিতে চায় ঠাঁই।
প্রকৃতিই দিক তবে এর সমাধান।
সব দায় কেন একা নেবে সে?
প্রকৃতি তোমারওতো রয়েছে
কিছু দায়, কিছু দায়িত্ব।