পাহাড় ঘেরা সবুজ ছায়ায় অবুঝ শিশুর দল
ছোটাছুটি করছে তারা নির্জনে কোলাহল।
ঢোলের তালে ঢাকের তালে হেলেদুলে তারা
ছন্দ তালের গন্ধে হারায় বাঙলা পাগলপারা।
পায়ের তলার ধূলোগুলো দুষ্টু ছেলের মতো
উড়ছে দেখি ওদের সাথেই ওদের ইচ্ছে যতো।  
গেছো মেয়ে ডাল ধরেছে সাথী কয়েক জনা  
ভরছে কোচর কেউবা তাদের নামগুলো নেই জানা।
পথের পাশে থমকে পথিক ভুলে যায় তার পথ
হেলন দোলন বালিকা নয়, দূর্গা মায়ের রথ।
বাগান ভরা গোলাপ কুঁড়ি যেন সবাই ওরা
উঠবে হেসে সবাই যেদিন, ধন্য হবে ধরা।
মালির হাতে জলপানি আর ভালবাসার ছোঁয়ায়
গোলাপ হয়ে ফুটবে তারা, সুবাস ভরা হাওয়ায়।