আশা হারা সাথী আর
বাসা হারা পাখি,
এই নিয়ে পথ চলায়
জোটে শুধু ফাঁকি।


তবু চলে কেউ কেউ
সেই ভুল পথে,
বোঝে না সে কস্মিনেও
রবে না কেউ সাথে।


বোঝে যবে ভুল তার
বহু দিন পরে,
কাঁদে বসে একা একা
একা এক ঘরে।


আর নাই কুল থৈ
চলে গেছে সব,
থেমে গেছে হৈ চৈ
মেনে পরাভব।


তারপরো কেউ কেউ
আশা বাঁধে বুকে,
জিতে যাবে একদিন
বহুবার ঠকে।


চর জাগে বুকে তার
ভাঙনের মাঝে,
প্রত্যয়ী জয় খোঁজে
যোদ্ধার সাজে।