অমুক করবে তমুক করবে
করবে দু চার দিন,
উঠলো মাথায় না জানাতে
আজীবনের ঋণ।
সইতে হবে কথার খোঁটা
সকাল বিকাল দুপুর,
সত্তা ভুলে হতে হবে
প্রভূ ভক্ত কুকুর।
চুন থেকে পান খসে যদি
মিলবে না আর রেহাই,
গুষ্টি তুলে হ্যাচকা টেনে
ফেলবে পথে সদাই।
অমুক ভুলে তমুক ভুলে
প্রভুতে চাও ঠাঁই,
তিনিই দেবেন খোঁটাবিহীন
নিরাপদ এক ঠাঁই।