কবি সোহাগ আহমেদ (চাঁছাছোলা) এর কবিতার মন্তব্যে লেখা, উত্সর্গ করলাম তাকেই।


নই আমি মোটেও দেবতার পূজোর ফুল,
মানুষ আমি এটাই আমার মূল পরিচয়;
ভাবনা তোমার আংশিক নয়, পুরোটাই ভুল।


কেন চাইছো তুমি পূজোর বেদীতে
করতে আমাকে বন্দী?
আপন পরিচয় বিস্মৃতির অপপ্রয়াসে
হবে না আমার কোন সন্ধি।


সম্মুখে যাবো সত্যরে লয়ে
মিথ্যেকে করে নাশ,
পিছু ডেকো না আর; শৃঙ্খলে বেঁধে
করো না সর্বনাশ।


মানুষ আমি তোমারই মতো
তোমারই মতো আছে আমার বিশ্বাস,
যদি চাও তারে দমাতে কখনো
ছেড়ে দেবো না জেনো, থাকতে আমার শেষ নি:শ্বাস।