*****কবি মুহাম্মদ মনিরুজ্জামান এর কবিতার পিঠে এ কবিতার সৃষ্টি । কৃতজ্ঞ তাঁর কাছে ।


স্বপ্নে সাজা রাজপুত্তুর
স্বপ্নেই যায় হারিয়ে,
পায় না তারে খুঁজে কোথাও
রাজকন্যা হাত বাড়িয়ে।


সাহস নিয়ে বুকের মাঝে
কাব্য রাজ্যের রাজা সাজে,
তারই হাতের জাদুর ছোঁয়ায়
কাব্যতূর্য জোরসে বাঁজে।


রাজার না হোক কন্যা কোন
আসবে জানি আসবে সে,
ফুল পাখি আর পরীরা সব
খেলবে তাদের আশপাশে।


মহুরা ফুলের মাতাল গন্ধ
হাস্না বেলী শিউলীরা,
কন্যার রূপে মুগ্ধ হয়ে
চোখ মেলেছে নয়ন তারা।


কাব্যরাজ্যের রাজুপুত্তুর
ঘোড়ার খুরের সুর তুলে,
হাত বাড়িয়ে কন্যাকে নেয়
আকাশ পাতাল সব ভুলে।