আমোদে মেতে রাজা মহাশয়
ভাবেন এখানেই শেষ,
দায়ভার তার কাঁধে নেই কিছু
আহা কী লাগছে বেশ।
স্বীকৃতি জোটার ভোটাভুটি খেলায়
রাজার মিছিল থাকে আগে,
রাণী মরে মরুক খেটেখুটে তার
যেখানে যতটা লাগে।
এমন দিনের কপালে হঠাৎ
জুটলো কঠিন আঘাত,    
বিনাশ্রমে রাজার কন্যার
উপাধিতে ঘটে ব্যাঘাত।
রাজকন্যা নয় রাণীর শ্রমের
ফসল হলো রাণীকন্যা,
কাঁদো রাজা তুমি অতীত স্মরিয়া          
বয়ে যাক দুঃখের বন্যা।
আপনার মাঝে আপনাকে খুঁজে      
রাণী হলো অনন্য ,
রাণী কন্যার জয় জয়কারে
রাণীর জীবন ধন্য।