চালে ছন নেই, ভিটেতেও ওদের
মাটিটা খুবই কম,
স্যাঁতসেঁতে আর ঘুপচি ঘরে
আটকে আসে দম।
ক্ষুধায় জোটে না ভাতের থালা
শীতের রাতে ওম,
বিবস্ত্রতায় বিদ্রুপ করে  না
নেশার কল্কেয় ঘুম।
বাবা গেছে ছেড়ে কোন অজানায়
মায়ের ঠিকানাও জানে না,
মানুষ বলে সভ্য সমাজ
ওদের আজকাল গোনে না।
সভ্য সুশীল সুধী সমাজ  
নিদ্রার কোলে বিবেক,
আর কতকাল চলবে ওদের
জীবন নিয়ে রিমেক?
কবিতার তালে ছন্দ মেলানোর
সময় আমার নাই,
রিমেকের পালা খতম করতে
মাঠে নেমেছি তাই।