হরতাল অবরোধ বিক্ষোভ বনধ্
আরো আরো কত বাঁধা,
ডাক্তার বলে হাতে নেই আর
সময় খুব বেশি দাদা।
ঘন পায়চারি পেরেশানি যত
সব উপেক্ষা করে,
ঠাঁই নেই শেষে হলি ফ্যামিলির
লেবার রুম নামের ঘরে।
বেলা যত বাড়ে তার চেয়ে বেশি
প্রসব বেদনায় নীল,
একটা শিশুর ক্রন্দন আনে
আহা কী সুখ অনাবিল!
কোল জুড়ে হাসে চাঁদ মুখ তোর
অপলক থাকি চেয়ে,
ভুলে গেছি সব ব্যথা যন্ত্রণা
বুকের কাছে তোকে পেয়ে।
হাঁটি হাঁটি আর পা পা করে
সময়ের চাকা ঘোরে,
তেইশটি বসন্ত পার হয়ে যাবে
এইতো কিছুক্ষণ পরে।    
বড় সাধ করে রিনভী নামটা
রেখেছিলাম তোর আমি,
আকাশের চাঁদ কিংবা সূর্য
নয় তোর চেয়ে দামী।