বলাইখালের নদীর জলে
কিংবা সবুজ সীমানায়,
মন যে আমার বাউল সেজে
গান ধরেছে এক তারায়।


মেঘের নীচে একলা পাখি
একলা চলে নীরবে,
বালিকার দল চলছে ছুটে
চলছে ছুটে সরবে।


ডিঙির মাঝি গান ধরেছে
মন পবনের নাইয়ারে,
আয় দেখে যা সুজন আমার
আসছে বৈঠা বাইয়া রে।


মেষের পালে রাখাল ছেলে
বাজায় বাঁশী আপনমনে,
গায়ের বধূ তুলছে লতি
আঁচল ভরে এক কোণে।


ঐ যে মেয়ে হাসছে দেখো
গাল ভরা তার টোল পড়া,
চির সবুজ বাঙলা আমার
পড়লো চোখে তার ধরা।


দিনের শেষে অস্ত গেলো
মস্ত বড় আলোটা,
রইলো পড়ে বলাইখালে
মন করে মুখ কালোটা।