**আজ আর কৃতজ্ঞতা স্বীকার করছি না কবি ফারহাত আহমেদ, কারণ হরদম এমন লেখা সৃষ্টি হতেই থাকবে এক এক কবির এক এক কবিতার পিঠে। এটাই এই আসরের বৈশিষ্ট্য।


ফাঁকা ফাঁকা মাঠে পেনাল্টি গোল
কখনো দিতে চাই নি,
ডেকেছিলো সে হাত বাড়িয়ে
যদিও সে পথে যাই নি।
আমাকে আমি আমারই মতো
যখনই চেয়েছি সাজাতে,
চোরাপথে কেউ গোপনে এসেছে
প্রেম বাঁশি তার বাজাতে।
ভুলেছি কখনো মোহনীয় ডাকে
কখনো হয়তো ভুলি নি,
তাকে ছাড়া আর কারো জন্যই
মনের দরজা খুলি নি।