হিম হিম শীত কুয়াশায় জমাট বাঁধা মনে
হোক বিনিময় একটু কথা একটু তাহার সনে।
হয় নি বলা যেই কথাটি লাজুক লাজুক সুরে
আর হবে না হয়তো বলা, চলে গেছে দূরে।
শীত বাতাসে ঘাসের ডগায় শিশির কণা যত
ঝরা পাতার কান্না কেবল বাড়ায় বুকে ক্ষত।
জল ঝরে না চোখের কোণে মনটা শুধু কাঁদে,
কোথায় কখন পড়েছিল কোন সে প্রেমের ফাঁদে!
সাঁঝের বেলা হিমেল হাওয়ায় বিরহের এক সুর
কেউ আসে না নতুন করে এই না হৃদয়পুর।