জল বলেছো তার মানে তুমি
আমার ধর্মের নয়,
পানি চেয়ে বুঝিয়ে দিলে
জাতের পরিচয়।


ওদিক থাকো, এদিকটাতে
প্রবেশ তোমার নিষেধ;
শব্দ দিয়ে জাত বিচারে
তৈরী করে বিভেদ।


ক্ষুধার জ্বালায় মরছে কেঁদে
অবুঝ শিশুর দল,
জাত জানে না; হাত বাড়িয়ে
হবে শেষে খল?