সংসার মানে জীবন মরণ
সংসার ছিল সবটা তার,
কাকুতি মিনতি হাহাকারগুলো
বাধ্য হলো মানতে হার।
বাধ্য হলো ছাড়তে দড়ি
বাঁধন খুলে নিজ হাতে,
ভাবলো সবাই নাম উঠেছে
অকাল মরার জাতটাতে।
পোড়ার পরেও পুড়ে পুড়ে
যখন তোলে হাতটা সে,
কেমন করে কেমন করে
অবাক সবাই আশপাশে।
মরার পরেও উঠলো বেঁচে
নতুন মাটি ভর করেই,
সধবা নাকি বিধবা সে
প্রশ্ন তোলে তারপরেই।