শোনো শোনো দেশবাসী শোনো কান খুলিয়া
জীবনেরই কথা শুইনা গেলো মন ভরিয়া।
দুঃখ কষ্ট জরা ব্যাধি আছে জ্বালা যত
উইড়া যাইবো মেঘের দেশে হাল্কা তুলার মতো।


ধ্যানে বসো চক্ষু বুইজা ওরে ভাই বোনেরা
সুখ সাগরে ভাসতে দ্যাখো নেই এর তুলনা।
আরে আরে আরে কইবো কত কইবো কতো আর
গুরু আমার সবার দুঃখে হইলো জারে জার।


ভুইলা গেলেন নিজের দুঃখ, নিজের সুখের কথা
ভাবনা কেবল দূর করিবেন সবার মনের ব্যথা।
মুখ ভরা তার মিষ্টি হাসি বুক ভরা তার আশা
সৃষ্টির সেবায় মন জুইড়া তার শুধুই ভালবাসা।


হায় হুতাশা থাকবো নারে থাকবো না লোভ ক্ষোভ
বিপথগামী হইবো না কেউ দেইখা দুষ্টের টোপ।
হিংসা বিদ্বেষ ভুলবো সবাই ভুলবো নেতি কথা
জীবন নিয়ে ভাববো সবাই ঠান্ডা কইরা মাথা।


এক জীবনে কি চাও তুমি কি চাও তুমি আর
ধ্যানে বইসা দেখবা তুমি আজব সব কারবার।
এই জীবনে ছিল কেবল ভুলে ভরা পাহাড়
ভুলে ভরা নিদ্রা স্বপন, ভুলে ভরা আহার।


অবশেষে রোগ ব্যধিতে বাঁধিল বাসা
কাইন্দা মরে পথে পথে ছাইড়া সকল আশা।
গুরু আমার হাত ধরিলেন পরম ভালবাসায়
শিষ্য তুমি ভরসা রাখো তোমার সৃষ্টিকর্তায়।


সত্য পথে হাঁটো তুমি মিথ্যারে ফেলিয়া
সুখ যাবে না আর কখনো তোমাকে ছাড়িয়া।
ভাইয়ের সুখে হাসো তুমি বোনের দুঃখে কান্দো
বিশ্বজনীন মায়ায় তুমি তামাম জগৎ বান্ধো।


সঙ্ঘ সত্যি সঙ্ঘ শক্তি সঙ্ঘ সবার বল
দল বাঁধিয়া সবাই মিলে কোয়ান্টামে চল।
থাকবো সবাই এই দুনিয়ায় দুঃখ সুখে মিলে
ঐ দুনিয়ায় কাটবে জীবন দিব্যি হেসে খেলে।