স্বপ্ন আমার দু চোখ ভরে করছে আনা গোনা,
লাল সবুজের ছাঁয়ায় বসে চলছে স্বপ্ন বোনা।
দুঃখগুলো মরে যাবে, যাক মরে সব শোক,
বিজয়গাঁথার গল্প যত সবটা আমার হোক ।
অভাব মরুক যেখায় খুশী, মরুক ব্যথাগুলো
সুখ বাতাসে মায়ের আঁচল হোক না এলোমেলো।
ছেলেহারার ব্যথা নিয়ে কাঁদবে না আর কেউ,
বাঙলা মায়ের বুক সাগরে উঠবে সুখের ঢেউ।
স্বপ্ন এমন আরো আছে আমার দু চোখ জুড়ে
বাঙলা মায়ের দামাল ছেলে উঠবে মাটি ফুঁড়ে,
গাইবে তারা জীবনের গান নতুন কোন সুরে
হিংসা বিভেদ হানাহানি যাক চলে যাক দূরে।
আকাশসীমা যাক পেরিয়ে স্বপ্নগুলো আমার,
সাফল্যের সব গল্পগুলো চলুক বেশুমার।