অন্ধ'র কাজ অন্ধ করে চশমা দিয়ে চোখে
বোকা ভেবে ইচ্ছে যত যাক সে বকে বকে।
সেবক যে জন, ধর্ম যে তার সেবাই শুধু করা;
ঠাওরাবে যে বোকা তারে, পড়বে ফাঁদে ধরা।


বলুক সুজন বলুক কুজন বলুক সকল লোকে
সত্য বলে যা জেনেছো ধারণ করো বুকে।
স্রষ্টা খোঁজো স্রষ্টা বোঝো স্রষ্টাতে নাও ঠাই
স্রষ্টা বিনে তোমার আমার আপন যে কেউ নাই।


সেজদা করো, পূজো করো মনটা যেমন চায়
বঞ্চিত সব মানুষগুলো সেবা যেন পায়।
ধর্ম বাঁচে সেবার মাঝে, বাঁচে ভালবাসায়
সৃষ্টি থাকুক সেবায় ডুবে স্রষ্টা থাকেন আশায়।