** কবি বিভূতি দাসের মন্ত্যব্যের জবাবে পাওয়া। আমার কবি দাদা বিভূতি দাসকে উত্সর্গ করলাম।


বাঁশিতে ঘুণের আনাগোনা
রাঁধার চোখে জল,
কোন পরাণে পরবো নূপুর
বল সখী তোরা বল।
ঝুমুর ঝুমুর বাজে নূপুর
বাজে না শ্যামের বাঁশি,
শ্যাম বিনে আর বলবো কাকে
ভালবাসি ভালবাসি।
আঁধারে হারাই পথের দিশা
শ্যামের প্রেমের টানে,
আসে না সখী আসে না কেন
শ্যামের বাঁশি আর কানে।
কোথা হারালো শ্যামের বাঁশি
কোথা গেল তার প্রেম,
শ্যাম বিরহে হবো কি তবে
রবী ঠাকুরের হেম?