ছার ডেকেছে ছারপোকাতে
স্যার মহাশয় খুব খুশী,
আশপাশেতে পাঁজীগুলোর
বাড়াবাড়ি খুব বেশী।
বাঁশ দিয়ে যায়
স্যার ডেকে কেউ,
কেউ দিয়ে যায়
হাততালি,
স্যার মহোদয় তাও বোঝে না
আড়ালে যে দেয় গালি।
তোষামোদীর তেলের তোড়ে
বাগিয়ে নিয়ে পদ পদবী,
স্যার মহাশয় খোঁজে না আর
যাচে না সে কেমন মেধাবী।
কাব্য বুঝুক নাই বা বুঝুক
চামচারা তাও যায় আসে,
সাবাস স্যার সাবাস স্যার শুনে
স্যার মহোদয় খুব হাসে।
উর্দি খুলে পড়লো যেদিন
আশপাশে নেই কেউ সেদিন,
স্যার মহোদয় একা বসে
ভাবে কেমনে কাটবে দিন?