হারার মাঝে জেতার বসত
মরার মাঝেই বাঁচা,
সত্যকে তুই আঁকড়ে ধরে
ভাঙরে মিথ্যের খাঁচা।


আসবে বাঁধা হাজার রূপে
আসবে ছোবল বিষের,
চাওয়া যে তোর মিথ্যে তো নয়
ভয়টা তবে কিসের?


শক্ত হাতে হাল ধরে তুই
ভরসা রাখিস মনে,
লড়াইটা তোর মিথ্যের সাথে
ভঙ্গ দিস না রণে।


হানুক আঘাত বুকের উপর
ইচ্ছে ওদের যত,
স্মরণে রাখ স্রষ্টাকে তুই
হিলিং হবে ক্ষত।