পাল ছেড়া নাওখানা
হাল ছেড়ে নদীতে,
সুদখোর মহাজন
বসে আছে গদীতে।
তারপরও নেই কোন
ব্যথা কারো মাথাতে,
হবে তাই যা আছে
তকদীরের খাতাতে।
ভয়ে মরে এই ভেবে
যদি কথা বলে কেউ,
নিশ্চিত পিছু নেবে
টিকটিকি আর ফেউ।
তারচেয়ে এই ভালো
মাথা গুঁজে বালিশে,
কোনমতে দিন যাক
বাতে ভরা মালিশে।
যেই ভাবা সেই কাজ
আর কোনো কথা নয়,
যায় যাক চুলোতে
কার কিবা আসে যায়।
ভেবেছিল এইভাবেই
দিনগুলো চলবে,
বোঝে নি সে কেউ এসে
কান ধরে মলবে।