আর নয় অপচয়
থাকে যদি মনে ভয়
জবাবদিহিতার কোন,
ততটুকু নাও তুলে
যতটুকু হলে চলে
তার চেয়ে নয় বেশী জেনো।


খানাপিনা ভোগ সুখে
যে বোকারা থাকে ডুবে
দিন শেষে করে হায় হায়,
তার চেয়ে এই ভালো
আঁধারে জ্বালাও আলো
থেকো না অবিদ্যার ছায়ায়।


দিবসের চক্করে
ঢুকে যায় টুক করে
আশপাশ দেখে না তো চেয়ে,
লাল নীল রঙ দিয়ে
বাণিজ্যের প্রসার পেয়ে
পুঁজিবাদের আগ্রাসন যায় ছেয়ে।