যার জন্যে করেছি চুরি
সেই বলে আমি চোর,
ছুঁয়েও দেখি নি ছাইপাশ,
তবু আমাকেই বলে খোর।


দোষ না করেও কাঠগড়াতে
হাতকড়ায় হলাম বন্দী,
নিজের হাতেই এঁকে দিলাম তাই
সীমাবদ্ধ এক গন্ডী।  


চোর বলে যদি খুশী হয় কেউ
তাতেও আমি রাজী,
সত্য ছাড়া মিথ্যায় নেই
বলতে পারি ধরে বাজী।