মিথ্যে বলেছি দিনের আলোয়
সত্য অন্ধকারে,
অপবাদ আর দিস নে রে তোরা
ঢোকাতে কারাগারে।


আলোতে থাকলে জ্বালা ধরে তোদের
আঁধারে আরাম পাস,
ভালো মন্দ যাচাই করিস নে
কব্জি ডুবিয়ে খাস।


গপাগপ করে গেলার পরে
যেই দেখিস গেছে আটকে,
সবকিছু ছেড়ে ন্যাকা সেজে তুই
সোজা যেতে চাস সটকে।