বছরের পর বছর পর কেটেছে
আরো আরো নাকি কাটবে,
দুজন দুজনার সুখ দুঃখ
সমানে সমান বাটবে।
ছাদনাতলায় মন্ত্র পড়ায় মোল্লা পুরোহিত
মন্ত্র দিয়ে স্বাক্ষী রেখে
পোক্ত করে ভিত।
পোক্ত ভিতে শক্ত হাতে
ঘোরে কালের চাকা,
হঠাৎ দেখে একটা ভোরে
চারপাশটা তার ফাঁকা।
তালাক তালাক তালাক তালাক
ছোট্ট একটি শব্দ,
হাজার সুরের মূর্ছনাকে
করে দেয় স্তব্ধ।