বলছো তুমি আচ্ছা তবে
আচ্ছা তোমার কথাই থাক,
চাইছো তুমি যেটা যেমন
আচ্ছা তবে তেমন যাক।
চাইছো এমন চলতে যখন
তেমন চালেই চলুক সব,
কাকের ঘরে কোকিল তবে
চালাক না হয় মিষ্টি রব।
তোমার চাওয়া তোমার গাওয়া
গানগুলো সব মিষ্টি খুব,
গতি হারা মানুষগুলো
গতির খোঁজে দিচ্ছে ডুব।
বিচার তোমার নিলাম মেনে
চাই না কিছু চাইতে আর,
তাল গাছটা শুধু যে চাই
বাকীটা নিক যেমন যার।