বলো তো খোকা নাম কী তোমার
কোথায় বাড়ী ঘর?
প্রশ্ন শুনে খোকার চোখে
জল ঝর ঝর ঝর।
আচ্ছা খোকা কী নাম তোমার
বাবার দেখি বলো,
এ কী খোকা কাঁদছো কেন
জল যে টলোমলো।
আচ্ছা খোকা কান্না থামাও
মায়ের কথা শুনি,
উদ্ভ্রান্ত খোকার চোখে
লক্ষ তারা গুনি।
মায়ের ছবি খোকার বুকে
ঘুমিয়ে নাকি আছে,
বাবা যে তার চিরতরে
কোথায় যেন গেছে।
সোনামণি মানিক রতন
আমার বুকে থাক,
শোনে নি সে মায়ের মুখের
অমন মধুর ডাক।
ওরে খোকা ভর দুপুরে
বন বাদাড়ে ঘুরে,
কী লাভ হবে বল তো দেখি
ভুগবি শেষে জ্বরে।
করবে শাসন আচ্ছা করে
খোকার বাবা এসে,
এমন কথা কে শোনাবে
সব যে গেছে ভেসে।
আজকে খোকার নাম পরিচয়
কোথাও কিছু নাই,
সবাই চেনে সবাই জানে
নাম দিয়ে তার টোকাই।