তোমার ভাগের ভালবাসাটুকু
আগলে রেখেছি আমার কাছে,
সবুজ আঁচলে লাল গোল টিপে
পুরো জাতি আজ ঢেকে গেছে।
আমার বুকের গহীন জমিনে
করেছিলে যে ফসলের চাষ,
ফুলে ফলে আজ সেটাই যেন
স্বাধীন বাঙলায় স্বাধীন বাস।
তুমি যদি দাও অনুমতি আমায়
তোমার ভাগের প্রেমটুকু
বিলিয়ে দেবো বাঙলা মায়ের
আছে যত খোকা খুকু।
প্রেম অভাবে বাঙলা মায়ের
বুকটা কেমন ফেটে যায়,
তোমার আমার প্রেমটা দিয়ে
প্রণাম করি মায়ের পায়।