উচ্ছিষ্ট ভেবে উপবিষ্ট রেখে
দাঁত মুখ সব খিঁচিয়ে,
চৌদ্দগুষ্টি উদ্ধার করে
তারস্বরে কেউ চেঁচিয়ে।


অনাহুত ভেবে নিজেকে সদা
গৃহকোণে রাখে কুকড়ে,
শত লাঞ্ছনা শত গঞ্জনায়
কেঁদে যায় শুধু ডুকরে।


চোখ রাঙ্গানি মিছে আস্ফালন
অশালীন ভাষার তুবড়ি,
দুঃখ সাগরে বসবাস তার
জলে ভেজা এক ডুবুরী।


পড়ে পড়ে আর পিঠ পেতে দিয়ে
কত দিন মার খাওয়া যায়?
জেনে গেছে সে নিজ পরিচয়
দমিয়ে রাখা তারে আজ বড় দায়।


২৬/৬/২০১৮