ভাবছো কি গো পথিক
পথহারা হয়ে আমি
হয়েছি বেরসিক?
খুঁজছি মরে মাথা কুটে
কোথায় গেলো পথ?
কল্পনাতে ভাসাই বুঝি
মিথ্যে স্বপ্নের রথ?
ভুল ভেবেছো পথিক তুমি
সত্যি মোটেও নয়,
পথা হারালেও এই জীবনে
পাই নি কভু ভয়।
একটা জীবন হলেও জানি
পথ যে আছে ম্যালা,
খুঁজবো আমি সেইগুলোকে
করবো না তো হেলা।
কান্নাগুলো ফেলবো ধুয়ে
হাসির জলের ধারায়,
স্রষ্টা ছাড়া সাধ্য কি আর
কেউ আমাকে হারায়?
দুঃখ তোমার বন্ধু ওগো
দাও পাঠিয়ে আমায়,
সুখ বানিয়ে ফেরত দেবো
বলছি আমি তোমায়।
একটা জীবন নয় কখনো
হেলাফেলার জিনিস,
অবহেলায় নষ্ট খেলায়
ঢেলো না তো বিষ!
থাকবে ভালো রাখবে ভালো
সূত্রটা খুব সহজ,
তবে বন্ধু ভাবনা কেন
মিথ্যে করি হররোজ?