লিখবো কি আর, ভাববো কি আর?
আমার ভাগে নেই কিছু,
দায়টা নাকি এখন ওদেরই বেশী
অন্যথাতে মাথা নীচু।


ইচ্ছে হলে ফুঁকছে বাঁশি
দিচ্ছে খেলা থামিয়ে,
ইচ্ছে হলে দেখাবে তোমায়
নয়তো দেবে পর্দা নামিয়ে।


ইচ্ছে হলে তাদের মনে
পথ ধরে তুমি চলবে,
ইচ্ছে না হলে অনিবার্য কারণবশত:
ডট ডট শুধু বলবে।


এ দেশ তোমার এ দেশ আমার
শ্লোগানেই শুধু শোনা যায়,
ভাগের বেলায় থোড়াই কেয়ার
কে তখন আর তারে পায়?


ভাবনাগুলো ওদেরই থাক
তোমার আমার কি দরকার?
আদা খুঁজতে জাহাজে কেউ
চাইবে না কেউ এমন দরবার।


মুখটা বুঁজে চোখটা খোলো
দেখতে থাকো তামাশা,
হাত কচলে আর লাভ হবে না
ওরস্যালাইনেও আমাশা।