ওপারে বাজছে কাঁসার শব্দ
এপারে আজানের ধ্বনি,
আল্লাহ ভগবান যে নামেই ডাকে
সবাই কল্যাণকামী।


ধানের ডগার শিশিরের সাথে
এখানে হাসে কিষাণ,
ওপারেও কৃষক ধানী মাঠে খোঁজে
হাসি আনন্দ গান।


শাঁখা পলা আর সিঁথির সিঁদুরে
ওপারের রাঙা বৌ,
এপারেও বধূ লাজুক হাসিতে
হৃদয়ে ছড়ায় মৌ।


কদমের ডালে ভেজা কাক বসে
উদাসী উদাসী ভাব,
ভাবে কিনা সে জানি না আমি
ভাগাভাগির কী লাভ?