শক্ত ঘাঁটির দূর্গ গড়েছি
দিয়েছি উঁচু পাচিল,
শত্রু রবে শত হাত দূরে
নিরাপত্তা শান্তি অনাবিল।


নিশ্চিত আহা নিশ্চিত আমি
কে পায় আর আমারে,
ঘুণ ধরেছে কোন এক ক্ষণে
ঘরের ভেতর খামারে।


টুকটুক করে আলগা বাঁধন
যখন হঠাৎ খসলো,
স্বজনরূপী অচেনা শত্রু
বুকের উপর বসলো।


খঞ্জন হাতে হৈ হৈ করে
কে তোকে আজ বাঁচাবে,
ভাগ্যের খাতায় লেখা ছিল
বুঝি, ভাগ্যই তোমাকে নাচাবে।