ভালো সময় কাম্য সবার
ভালোই থাকতে চায়,
থাকতে ভালো মানুষেরা
কত্ত জায়গায় যায়।
কেউ খুঁজে পায় উপায় ভালোর
কেউ কেবলই ছোটে,
কেউ জানে না কার কপালে
কখন ভালো জোটে?
ভালো বাড়ি, ভালো থাকা
ভাবে কত জনা;
বাড়ির সাথে জুটলে গাড়ি
মন্দ হতো না।
হলো বাড়ি, হলো গাড়ি
তাও তো ভালো নেই,
ভালোর খোঁজে ছুটতে গিয়ে  
কেউ হারালো খেই।
হায়রে ভালো, কোথায় থাকো
কোথায় তোমার বাস,
গাড়ি বাড়ি টাকা কড়ি
কেউ যে দেয় না আশ্বাস!
ভালোর বসত নিজের ভেতর
কেউ দ্যাখে না খুঁজে,
থাকতে ভালো নিজের ভেতর
নিজেকে নাও বুঝে।
ভাবনাতে নাও কল্যাণ সবার
"আমার" সূত্র ভুলে,
সবার সুখে দুঃখে ছোটো
হৃদয়টাকে খুলে।