প্রায় ২০ বছরের এক সুখী দম্পতির বিচ্ছেদে খুব কষ্ট পেলাম। সে কষ্টটাকে হাল্কা করতেই এই প্রয়াস। কেন যে এমন হয় বুঝি না। ঘরগুলো টিকে থাক সুখে আর শান্তিতে ।


ব্যথাগুলো বড় বাঁজছে বুকে
ভাঙনের সুর শুনে,
তারা ভরা রাত জোছনার চাঁদ
কথা হতো মনে মনে।
ফুলে ফুলে ভরা সাজানো বাগান
অলিদের আনাগোনা,
খুনঁসুটি আর হাসিখুশি ভরা
কত্ত যে স্বপ্ন বোনা!
তানপুরাটায় ধুলো জমেছে
জোড়া ভেঙে গেছে তার,
সাথীহারা হয়ে চখাচখি হায়
কেঁদে হয় জারেজার।
স্মৃতিগুলো তার বুকের পাঁজরে
গুমরে গুমরে কাঁদে,
পুরোনো নিয়মে চলছে সবাই
তারা দুজন শুধু বাদে।
মাতৃহারা পিতৃহারা
বন্দী পাখির ছানা,
চেনা পৃথিবী অচেনা লাগে
মেলতে পারে না ডানা।


০৫/৭/২০১৮