ঈর্ষার ঢলে বর্ষা নামে
মন নদী টলোমলো,
মরলো ডুবে সত্যত্যাগী
জীবন এলোমেলো।


স্রষ্টা দেবেন কাকে কত কবে
দরদাম করে ঠিক,
অর্ন্তজ্বালায় জ্বলে পুড়ে মরে
হারায় দিগ্বিদিক।


নিরাকার তিনি সবার মাঝে
নীরবে বিরাজমান,
কেন দিলে না কেন দিলে না
ভারী তার অভিমান।


পারে নি করতে পালন তোমার
নির্দেশ ছিল যত,
নিজের হাতে নিজের জীবন
করেছে কেবল ক্ষত।


বলেছিলে তুমি এড়িয়ে যেতে
রাগ ক্ষোভ অভিযোগ,
টক্সিন দিয়ে সারা দেহে আজ
শত ধারার শত রোগ।


শোনে নি তোমার সদুপদেশ
মরীচিকার জালে পড়ে,
বিপথগামিতার আষ্ঠেপৃষ্ঠে
ভিত বড় নড়বড়ে।