আগুনের তাপে ঝলসে হলো
ভস্ম মানব চর্ম,
মহাজনের দল ফুলে ফেঁপে ওঠে
সাধারণের নেই কর্ম।
ভিনদেশে নাকি গোলাগুলি চলে
চর দখলের যুদ্ধে,
মধ্যবিত্ত জ্বলে পুড়ে খার
পড়ে পড়ে তার মধ্যে।
যায় যাক প্রাণ থাকুক তবু মান
ইঁদুর মারার বিষে,
রাষ্ট্র সমাজ চায় না জানতে
সমাধান আছে কিসে।