পত্রিকাতে দেখতে পেলাম হুইল চেয়ার নিয়ে
চোখ ধাঁধানো মন মাতানো মস্ত খবর দিয়ে।
শঙ্কা জাগে বুকের ভেতর এমন খবর দেখে
পঙ্গুবেশে দেখবো কাকে কখন কোথায় গিয়ে।
হাত পা নিয়েও চিৎ হয়ে রয় উঠতে বড় ভয়,
চলতে পথে কোথাও যদি থমকে যেতে হয়!
ঢের ভালো এই খোঁড়ার বেশে জীবনটা যাক চলে
সোজা হয়ে উটকো বিপদ ডাকবে না সে বলে।
মেরুদন্ড করতে সোজা যেই বোকার কয়
হুইলচেয়ার তাদের বুকেই ধরিয়ে দিলো ভয়।
ভয় ধরেছে বোকার বুকে থরথরিয়ে কেঁপে,
শোষকের দল সুযোগ খোঁজে সুবিধাটা মেপে।