পাথরের কি দোষ বলো?
যদি তার কান্নাকে তুমি,
পাহাড়ি ঝর্ণা ভেবে উচ্ছ্বাস করো।


আকাশের কি ভুল বলো?
যদি সে বিশালতার ছায়ায়,
মেঘের আড়ালে, তোমাকে দূরে রেখে,
আজীবন অমলিন শূন্যতায় ভাসে।


সাগরের কি দোষ বলো?
তোমার যত অশ্রুতাকে,
খুব গভীরে রেখেও মাঝে মাঝে,
ঢেউয়ে ঢেউয়ে তীরে আছঁড়ে পড়ে।


তবুও পাথর, আকাশ, সমুদ্র কি?
কখনও তোমার তরে ভেঙে পড়ে?