ক্লান্ত বিকালে, হেলে পড়া ক্লান্ত সূর্য
এক মুঠো নীল
শান্ত আবরণে ঢাকা সবুজ প্রকৃতি
তার মাঝে নিখোঁজ শান্ত সেই চোখের চাহনি।


নেমে আসে সন্ধ্যা, ঝির ঝির বৃষ্টি
ধুয়ে যায় দামী লিপস্টিক
ভেজা ভেজা চুল, চিবুকে নালিশ
কালো মেঘে ঠাসা চারদিক।


তখনও মুঠোয়, মৃত্যু মন্ত্র
ঘুমিয়ে পড়ার প্রচণ্ড আশায়।
একবার যদি ঘুমিয়ে যাই আর
জাগবো না তোমার দিব্যি।