পোয়াতি কালো মেঘে ভাঙে জলের পৃথিবী
ভাঙা বৈঠায় লেগে আছে রক্ত জলের ছাপ
চাই ধবল জ্যোৎস্না, চাই একমুঠো সাদা মাটি।
    
রক্ত জলের স্বপ্নেরা শুয়ে আছে বিষণ্ন বিছানায় কবিতার কপাট খুলে
স্বপ্ন পুড়ে জলের ছাই, রুপার কৌটায় দানব
ভালোবাসার নীলবর্ণ খাম ঝুলছে কাঁটাতারে
রাম রহিম জন ফেলানী অথবা নিরীহ কৃষক।

একদল দানব খুলে বসেছে মিথ্যা চেতনার নৃশংস কালো যাদুর ব্যবসা
সেই দানবের অট্টহাসিতে শংকিত জনমত
কামান বন্দুক বুলেট উড়োজাহাজ
ছোট্ট শিশুর লাশ নারীর লাশ, লাশ আর লাশ ।

আধিপত্যবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধে একজোট ছাত্র জনতা
দেয়ালে দেয়ালে ঝুলে রাঙা পোস্টার মুক্তির স্লোগান, ফুৎকারে উড়ে যাবে দুঃশাসনের কাল
বেশুমার ছাত্র জনতার কন্ঠে বাজে আজ বিপ্লবী গান।

প্রতিরোধের গণ-মিছিল হতে তীব্র প্রতিরোধে গলে কষ্টের বরফ
বিষাদের জলে প্রচণ্ড জলোচ্ছ্বাস ভাঙবে দানবীয় পাহাড়।
ক্রোধমিশ্রিত চোখ নক্ষত্রের মতো জ্বলজ্বল
গতরে ক্ষোভের দারুণ বিস্ফোরণের দিন আজ
গণ-অভ্যুত্থানে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে নতুন এক দেশ, বাংলাদেশ।