ভাবছি মুসলিম এই শব্দটাকে গঙ্গার জলে স্নান করাবো,
আমি অতি নিরীহ মানব কারো সাত পাঁচে নাই
তাই গঙ্গা নদীর নাম শুনেছি কোথায় তা শুনি নাই।


হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ইহুদী এইসব শব্দকে স্নান করাবো
নীল নদে, কিন্তু নীল নদ যে বাংলা হতে বহু দূরে।


হয়তো তারা ধর্মের দোহাই দিয়ে আটকাবে আমাকে
তারপরও চেষ্টা করবো জমজম পানিতে শুদ্ধ করতে।
ইয়াজিদের তরবারি হাতে দাড়িয়ে আমি আজ
প্রতিটি শব্দকে হত্যা করে বলবো আলাদা করো
লাল রক্ত কোন শব্দটার।

আচ্ছা মানুষই যদি না থাকে এই সভ্যতা হবেটা কার।
জালিম হয়তো হেসে  বলবে আমিই আমার।