মানুষ নামটা শুনতে ভালো মিষ্টি
সমস্ত বিপদ করে এরাই সৃষ্টি
বাঘ কখনো বাঘের মাংস খাই না
সুযোগ পেলে মানুষ কাউকে ছাড়ে না
ভালো খারাপ দুজনেই বাঁচে নিজের স্বার্থে
স্বেচ্ছাই করে না দ!ন কেউ পরার্থে
যাকে আশ্রয় দিলে মাথায় ওঠে বসে
একটু শাসন করলে হিংসা ক্ষোভ পোষে
পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানুষ
পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর জীবও এই মানুষ
এই মানুষকে খাইয়ে পেট ভরা যায়
কিন্তু কখনোই তাদের বস করাযায় না
প্রেম ভালোবাসায় বরণ করতে পারে
সুযোগ পেলেই তারা ছোবল মারে
দুঃখ প্রকাশ করে নিজের ক্ষতিতে
আনন্দ উল্লাস করে অপরের ক্ষতিতে


একেই বলা হয় শ্রেষ্ঠ জীব॥