জীবন যদি স্বপ্ন হত,  
সাজানো যেতো খেয়াল মত।
সুখ গুলো সব পড়ত ঝরে,
দুঃখ গুলো ফানুস হত।  


থাকতো যদি সুখ সাজানো,
মুদীখানায় স্তরে স্তরে……।
দুঃখ দিয়ে কিনে নিতাম,  
সুখ গুলো সব থলি ভরে।


সুখ দিয়ে সব রান্না হত,
সুখানি সব পদ বাহারি।
দুঃখ গুলো জ্বালিয়ে দিলে,
সুখ ফুটত টগবগিয়ে।  


অলীক সব সুখের খোঁজে,
কতই কিনা স্বপ্ন দেখা।
সন্ধান তার অমিল তবু,
চলে অবিরত তারি হিসেব কষা।